একসাথে একাধিক ইয়াহু মেসেন্জারে লগ ইন করুন!!
অনেকের অনেক সময় একসাথে একই পিসিতে একাধিক ইয়াহু মেসেন্জারে লগইন করার দরকার হয়। কিন্তু বাই ডিফল্ট এই সুবিধা না থাকায় আমরা অনেকেই একসাথে একাধিক ইয়াহু মেসেন্জারে লগইন করতে পারি না। তবে আপনি একটু কষ্ট করলেই এই সুবিধা পেতে পারেন। এজন্য আপনাকে যা করতে হবেঃ Start > Run > regedit ( বক্সে টাইপ করুন) > Ok করুন। নতুন একটা উইন্ডো ওপেন হবে। এরপরঃ- HKEY_CURRENT_USER > Software > yahoo > pager > Test এবার ডানসাইডের ফাকা জায়গায় Right ক্লিক করে New > String Value তে ক্লিক করুন। নতুন স্ট্রিংটির নাম দিন plural এবার plural লেখার উপর Right ক্লিক করে Modify তে ক্লিক করে Value data এর নিচের বক্সে 0 বসিয়ে দিন। তারপর Ok করে বেরিয়ে আসুন। এবার একসাথে ইচ্ছামত একাধিক ইয়াহু মেসেন্জারে লগ ইন করুন। 🙂 স্ক্রিনশটঃ উইন্ডোজ এক্সপি বড় ও স্পষ্ট করে দেখতেঃ View this link