পথ শেষ
কখনো হারানো রোদের বিকেলগুলোর
মতো মুহূর্তের সাথি হয়ে ,
আবার কখনো টুকরো করা মেঘেদের
দাসত্বের মতো ।
কখনো মোমের আলোয় ভাঁজ করা রাতের
সাথে — যে রাতে আলোর অনুপ্রবেশ
সম্পূর্ণরূপে উপেক্ষিত ;
আবার কখনো সাদা তুষারের
সাথে দায়বদ্ধতা দেখাতে ।
বাঁকের পর বাঁক ঘুরতে থাকি আমি ।
অবিরাম , অবিশ্রান্ত ।
দিনের শেষে এসে টোকা দিই সেই
চেনা দরজায় ,
হাজার পথের ক্লান্ত পথিকের
যে সেটাই একমাত্র বন্দর ।