ফেসবুক, টুইটার, ইমেইলে ব্যাবহার করুন ম্যানুয়াল ইমোটিকন ও সিম্বল
আমার ফেসবুক হোমে অনেকের স্ট্যাটাস বা কমেন্টে প্রায়ই অনেকে মজিলা ফায়ারফক্সের এড অন ব্যবহার করে বিভিন্ন রকমের ইমোটিকন দেয়ার চেষ্টা করেন।কিন্তু যেহেতু আমার ঐ এড অনগুলো ইন্সটল করা থাকেনা, তাই আমি ইমোটিকনগুলো দেখতে পাইনা, বরং দেখতে পাই সংশ্লিষ্ট এডঅন ইন্সটল করার বিশাল এবং বিরক্তিকর অনুরোধ।এবং ঐসব বিরক্তিকর এডঅন ইন্সটল করে অযথা ব্রাউজার ভারী করার ইচ্ছাও আমার কোনদিন মনে জাগেনি।কিন্তু আমারওতো ফেসবুকে বা টুইটারে ইমোটিকন এবং বিভিন্ন সিম্বল ব্যবহার করতে ইচ্ছা করে!
এই সমস্যার সমাধান হলো ম্যানুয়াল ইমোটিকন এবং সিম্বল ব্যাবহার করা।এই ম্যানুয়াল ইমোটিকন বা সিম্বলগুলো আপনি ইন্টারনেটে যে কোন জায়গায় ব্যাবহার করতে পারবেন আপনার কিবোর্ড দিয়ে টাইপ করেই, কোন প্রকার বিরক্তিকর এডঅন ইন্সটল করা ছাড়াই।
১।ডেস্কটপ কম্পিউটারের জন্যঃ ইমোটিকন/সিম্বল টাইপ করতে হলে প্রথমেই আপনার কিবোর্ডের নাম লক অপশনটি চালু করতে হবে।এরপর আপনি আপনার কিবোর্ডের ডানদিকের অল্টার কি আর ডানদিকের সংখ্যাসূচক কি গুলো দিয়ে টাইপ করতে পারবেন ইমোটিকন/সিম্বল।বেশকিছু ইমোটিক/সিম্বলের কোড আমি এখানে দিয়ে দিচ্ছি।এগুলো ছাড়াও আরো কিছু সিম্বল থাকতে পারে, যেগুলো আপনি নিজে নিজেই আবিষ্কার করতে পারবেন।
Alt +1 ☺ Happy Smiley
Alt +2 ☻ Sad Smiley
Alt +3 ♥ Heart
Alt +4 ♦ Diamond
Alt +5 ♣ Club
Alt +6 ♠ Spade
Alt +7 • Bullet 1
Alt +8 ◘ Bullet 2
Alt +9 ○ Bullet 3
Alt +10 ◙ Bullet 4
Alt +11 ♂ Male Sign
Alt +12 ♀ Female Sign
Alt +13 ♪ Quaver
Alt +14 ♫ Joined Quavers
Alt +15 ☼ Funky sun/star
Alt +16 ► Play Forward
Alt +17 ◄ Play Reverse
Alt +18 ↕ Arrows up & down
Alt +23 ↨
Alt +24 ↑ Up Arrow
Alt +25 ↓ Down Arrow
Alt +26 → Right Arrow
Alt +27 ← Left Arrow
Alt +29 ↔
Alt +30 ▲
Alt +31 ▼
Alt +36 $ Dollar Sign
Alt +127 ⌂
Alt +155 ¢ Cent
Alt +169 ® Registered symbol
Alt +248 ° Degree sign
Alt +254 ■ Stop
এছাড়াও কিছু সিম্বল রয়েছে, যেগুলোর জন্য ০ টাইপ করতে হবে।
Alt +0153 ™ Trademark
Alt +0169 © Copyright
Alt +0188 ¼ Quarter
Alt +0189 ½ Half
Alt +0190 ¾ Three quarters
২।ল্যাপটপ কম্পিউটারের জন্যঃ আপনি যদি ল্যাপটপ বা নোটবুক ব্যাবহার করে থাকেন, তাহলে উপরের পদ্ধতিটি কাজে লাগাতে পারবেন না, যেহেতু এসব কিবোর্ডে আলাদা নাম্বার কিপ্যাড থাকেনা।এক্ষেত্রে আপনাকে যা করতে হবে তা হলো নিচের ইমোটিকন/সিম্বলগুলো কপি করে যেখানে ব্যাবহার করতে চান, সেখানে পেস্ট করতে হবে।
২।ল্যাপটপ কম্পিউটারের জন্যঃ আপনি যদি ল্যাপটপ বা নোটবুক ব্যাবহার করে থাকেন, তাহলে উপরের পদ্ধতিটি কাজে লাগাতে পারবেন না, যেহেতু এসব কিবোর্ডে আলাদা নাম্বার কিপ্যাড থাকেনা।এক্ষেত্রে আপনাকে যা করতে হবে তা হলো নিচের ইমোটিকন/সিম্বলগুলো কপি করে যেখানে ব্যাবহার করতে চান, সেখানে পেস্ট করতে হবে।
২।ল্যাপটপ কম্পিউটারের জন্যঃ আপনি যদি ল্যাপটপ বা নোটবুক ব্যাবহার করে থাকেন, তাহলে উপরের পদ্ধতিটি কাজে লাগাতে পারবেন না, যেহেতু এসব কিবোর্ডে আলাদা নাম্বার কিপ্যাড থাকেনা।এক্ষেত্রে আপনাকে যা করতে হবে তা হলো নিচের ইমোটিকন/সিম্বলগুলো কপি করে যেখানে ব্যাবহার করতে চান, সেখানে পেস্ট করতে হবে।
☺ ☻ ♥ ♦ ♣ ♠
• ◘ ◙ ♂ ♀
► ◄ ■ ▲ ▼
↨ ↑ ↓ → ←
☼ ⌂ ↕ $ ¢ °
¼ ½ ¾ © ® ™