এপাচি, মাইএসকিউএল ও পিএইচপি কিভেবে ইন্সটল করবেন???

ভাল আছেন তো?? আমার চলছে মোটামোটি… ভাইয়ারা আমি প্রথমেই ক্ষমা চায়ে নিচ্ছি কারন আমি Windows Use করি। তাই আপনাদের Windows ছাড়া আর কোন টিঊটরিয়াল দিতে পারছি না । আসলে আমি Windows ছাড়া আর কিছু তেমন ভাল পারিও না। তোবে নেট খুজে পেলে জানাব sure …
যায় হোক গত পর্বে আমারা পিএইচপি সমন্ধে জেনেছিলাম আর আজকে আমরা পিএইচপি (সাথে এপাচি ও মাইএসকিউএল) ইন্সটল করে আমাদের পিসিকে একটি সার্ভার এ পরিণত করব। কারন সার্ভার ছাড়া পিএইচপি চালানো মুস্কিল।
তাহলে আমি গত পর্বের লিস্ট থেকে XAMPP কেই পছন্দ করলাম। এটাতে বেশকিছু সুবিধা আছে যা  WAMPPতে নেই[ আরেকটা সুবিধা আছে , এটা চালানোও সহজ] । তাহলে আপনারা সবাই XAMPP সফটওয়্যারটি ডাউনলোড করুন।

XAMPP ইন্সটলেশন পদ্ধতি:

আপনার ডাউনলোড করা ফাইলটি ওপেন করুন। দেখবেন নিচের ছবির মত এসেছেঃ

আপনার ব্যবহিত ভাষা নির্বাচন করে OK বাটনে ক্লিক করুন তাহলে নিচের ছবির মত আসবে সেখানে Next বাটনে ক্লিক করুন।

এখন আপনি কোন ড্রাইভ অথবা কোন ফোল্ডারে এই সফটওয়্যার টি ইন্সটল করবেন তা নির্বাচন করতে পারেন। অথবা যা আছে তাই রাখতে পারেন।

এবার আপনি ডিফল্ট ভাবে দুই স্থানে টিক দেওয়া আছে এবং তারপরের ৩টি স্থানে টিক দেওয়া নাই। আপনি যদি অই অবস্থায় XAMPP ইন্সটল করেন তাহলে আপনাকে প্রতিবার কম্পিউটার অন করার পরে XAMPP সফটওয়্যারটি ওপেন করতে হবে। আর যদি অই ৩টি স্থানে টিক দিয়ে দেন তাহলে কম্পিউটার অন হওয়ার সাথে সাথে Apache, MySQL ও FileZila সক্রিয় ভাবে চালু হয়ে যাবে। এবং এগুলো হয়তো আপনার স্টার্ট আপ লিস্ট এ দেখতে পাওয়া যাবে না। যেহেতু আমরা আমাদের পিসিতে পিএইচপি নিয়ে সবসময় কাজ করবো তাই অই ৩টি স্থানে টিক দিয়েই দেবো। এখন Install বাটনে ক্লিক করুন।

ইন্সটল হচ্ছে…

ইন্সটল শেষে Finish বাটনে চাপ দেয়ার পরে বেশ কিছু অটোম্যাটিক কাজ করবে (Apache, MySQL, FileZila সার্ভিস ইন্সটল হবে) তাই চুপ করে দেখুন। এবং সব শেষে আপনাকে বলা হবে ইন্সটল প্রক্রিয়া শেষ হয়েছে OK বাটনে ক্লিক করুন।

সফলভাবে ইন্সটল হওয়ার পরে আপনার একবার বন্ধ করে অন করুন। কম্পিউটার সফল্ভাবে ইন্সটল হলে আপনার যেকোনো একটি ওয়েব ব্রাউজার ওপেন করুন এবং লিখুন:  http://localhost/