সাদাকালো ব্যাকগ্রাউন্ডে র মাঝে ছবির নিদির্ষ্ট অংশ রঙীন করবেন যেভাবে
আমরা অনেক সময় ছবিতে সাদাকালো ব্যাকগ্রাউন্ডে (পটভূমি ) রঙীন ছবি দেখে থাকি ।অর্থাত পুরো ছবিটি থাকে সাদাকালো পটভূমিতে কিন্তু ছবির নির্দিষ্ট একটি অঙশ থাকে রঙীন ।
সাধারনত বড় বড় ডিজাইনাররাই এমন করতে পারেন বলে অনেকের ধারনা।আমি আমার অনেক ফেসবুক বন্ধুর কাছে এটা সম্পরকে জানতে চাইলে তারা বলে এটা নাকি টাকা দিয়ে কিনতে হয় এমন প্লাগিন । । কিত্নু হাল ছাড়িলাম না… অবশেষে পাইয়া গেলাম । কিন্তু English এ । ।
চলুন আপনাদের বাংলায় বুজায়া দেই…
আপনি ইচ্ছে করলে যেকোন ছবির সাদাকালো পটভূমিতে ছবির নির্দিষ্ট স্থানে রঙীন করে দিতে পারেন ।এই কাজটি আপনি এডোবে ফটেশপের সাহায্যে করতে পারেন ।
নিছের ছবিটা দেখেন…
প্রথমে ফটোশপের মাধ্যমে কাংখিত ছবিটি ্ওপেন করুন ।
এখন সবার উপরে Layer বাটন থেকে new Adjustment Layer অপশনে যান এবং Layer লেখা বক্সটি OK করে দিন ।এখন Hue/Saturation লেখা একটি বক্স আসবে ।
এখানে লেখা Hue স্লাইডারটি টেনে একেবারে বাম পাশে নিয়ে আসুন অথবা Hue লেখা বক্সে -180 লিখে দিন ।এরপর Saturation লেখা বক্সটি টেনে একেবারে বাম পাশে নিয়ে আসুন অথবা Saturation লেখা বক্সে -100 লিখে দিন ।এরপর OK দিন ।
এখন দেখুন আপনার পুরো ছবিটি সাদাকালো হয়ে গিয়েছে ।এখন টুলবার থেকে ব্রাশ টুল সিলেক্ট করুন ।
এখন Set foreground color অপশন থেকে foreground color হিসাবে কালো রং দিন ।
এখন আপনি ছবির যে অংশটি রঙীন সেখানে মাউস দিয়ে ড্রাগ করুন ।তাহলেই দেখবেন কাংখিত অংশটি রঙীন হচ্ছে ।ছবিটি সম্পাদনার কাজ শেষ হলে File/save as অপশনে গিয়ে JPG ফরমেটে ছবিটি সেভ করুন । দেখুন সম্পাদনার পর এই ছবিটি কেমন হয়েছে –