IP Address কি ও কেন??

যারা চিনেন তারা বাদে আপনারা যারা ভাবতাসেন এটা আমার বা আপনার নতুন বাসার ঠিকানা তারা খুব একটা ভহুল ভাবসেন না। এটা নিজের ঠিকানা না হলেও আপনার প্রান প্রিয় কম্পুটারের ঠিকানা এটাই ।

ধুর!!! আমি একটু বেশি পেচাই তাই নাহ??? ডিরেক্ট শুনেন ঃ
IP Address  হল একটি সংখ্যাবিশেষ যা Network-এ যুক্ত প্রতিটি Device-এর জন্য নির্ধারিত যারা Communication-এর জন্য Internet Protocol ব্যবহার করে। প্রতিটি IP Address হল Unique, আপনি যখন একটা নির্দিষ্ট IP Address ব্যবহার করছেন তখন সেটা আর কেউ ব্যবহার করার সম্ভবনা নেই IP Address দিয়েই Network ব্যবহারকারীকে শনাক্ত করা হয়। আপনি যে Internet Service Provider-এর কাছ থেকে Internet সেবা পাচ্ছেন তারা এই IP Address-এর মাধ্যমেই আপনাকে আলাদাভাবে শনাক্ত করতে পারে।

এর পুরন রুপ হচ্ছে বা Internet Protocol Address।
এখন যখন চিনে গেছেন IP Address কি তখন নিশ্চয় জানতে ইচ্ছা করছে এটা কাজ কি। চলুন শুনে নেই ।

IP Address-এর মূলত দু’টি কাজ রয়েছে।

  • Host বা Network Interface শনাক্তকরণ, যাতে আপনি সঠিকভাবে আপনার কাঙ্খিত Communication সম্পন্ন করতে পারেন।
  • Network ব্যবহারকারীর অবস্থান খুঁজে বের করা। প্রতিটা IP Address একটা নির্দিষ্ট স্থানকে নির্দেশ করে। তাই, আপনি কোন জায়গা থেকে Network ব্যবহার করছেন এটা IP Address-এর মাধ্যমে জানা যায়। ( এখন বুঝতেপারছেন কেনে এটা দরকার। আকাম করার আগে দুই বার ভাবুন )

ঠিকানা তো বুঝলেন এখন এটা চিনবেন কেমনে ??
কইতাসি…

বর্তমানে IP Address-এর দু’টি ভার্সন ব্যবহার করা হয়।

  • IPv4 : Internet Protocol version 4-এ IP Address-কে 32 Bit দিয়ে প্রকাশ করা হয়। যেমন – 172.16.254.1


IPv4 নিয়ে আরো তথ্য পাবেন উইকিপিডিয়ায় – IPv4

  • IPv6 : Internet Protocol version 6-এ IP Address-কে 128 Bit দিয়ে প্রকাশ করা হয়। যেমন – 2001:0DB8:AC10:FE01:0000:0000:0000:0000

আর এ নিয়া কথা কইয়া পারতাম নায়। যা দেখার উইকিপিডিয়ায় দেখে নেন ।

অনেক্ষন তো কথা হইল কিন্তু এখনো আপনার IP টাই জানা হল না। চলেন জেনে আসি।

  • এই সাইটে যান –
  • দেখুন উপরে আপনার IP Address দেখাচ্ছে।

এখন নিজের কম্পুর ঠিকানা জেনে গেলেন। মিষ্টি খাওয়ান।

এখন আসল কথায় আসি।

হ্যাকারদের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই IP Address. যেহেতু IP Address-এর মাধ্যমে Network ব্যবহারকারীর স্থান জানা যায়, তাই হ্যাকারের জন্য IP Address লুকিয়ে রাখা খুবই জরুরী একটা কাজ। নাহলে হ্যাকারের অবস্থান ফাঁস হয়ে যাওয়ার একটা চান্স থাকে। কিভাবে IP অ্যাড্রেস লুখাইতে হয় সেইটা ভাল করে বুজায়া দিমু আগামি পরবে। সেই পর্যন্ত মিষ্টি খান …