মনে পরে তোদের … আমার প্রিয় বন্ধুরা…

ছোট বেলা থেকেই  আমার বন্ধু ভাগ্যটা বেশ ভালই বলতে হয় কিন্তু ‘হারাচ্ছে সব,বারাচ্ছে ভীড় হারানোর তালিকায়’।ওরা হয়ত কোনদিনও জানতে পারবে না, কিংবা জানার চেষ্টাও করবে না যে আমি ওদের কতটা ভালবাসি।
পরী,সবার আগে তুই-ই আমকে ‘ফেয়ারওয়েল’টা দিয়ে দিলি!তোর মনে পড়ে,তুই আমাকে বলেছিলি,’পৃথিবীর যত সুখ যত ভালবাসা….।’পাশে কিন্তু থাকিস নি ,আমি কিন্তু ঠিকই থাকতে চেয়েছিলাম.।কি করে পারলি ভুলে যেতে? জানি না… এতাই হয়তো সময়ের প্রয়োজন। তোকে পাগলের মত ভালোবেসেছি.।।

দি,কেমন আছিস?কতদিন তোকে দেখি না… হঠাৎ করেই তোর সাথে আমার বন্ধুত্বটা হয়েছিল…তুই পরীর বন্ধু ছিলি তাই তোর সাথে কথ আটা বেশিই হত?নতুন বন্ধুত্বের নিছে কি তোর পুরনো বন্ধুদের ভুলে গেছিস???  বলতে পারিস,আমি কেন তোদের মত হতে পারি না?তোকে ফোন দিলে কোন সাড়া পাই না।হয়ত আমার সাথে কথা বলার চেয়ে তোর টার্মে ফার্স্ট হওয়া টা বেশী জরুরী!
কনফারেঞ্চের বন্ধুরা,তোদের মনে আছে,বিকালের সেই কনফারেন্সের কথা!আমি কিন্তু কিচ্ছু ভুলি নি।কী করে ভুলি,বল তো?এখনও যখন ‘ছেলে-মেয়ে বন্ধু হতে পারে না’ বলে সবাই আমার সাথে ঝগড়া করে,তখন তো আমি তোদের উদাহরণ টেনেই জোর গলায় বিরোধিতা করি!
তুর্য, ফাগুন, মন্টি মেলার কথা মনে আছে ?? তুর্যর বাসায় মেলার কাজ করতে গিয়ে হুল্লোড় ছাড়া  আমাদের আর কিছুই করা হত না,মনে আছে?
সৌরভ, আকাশ, রবিউল, রাফি,রামিম মনে আছে গত বছরের মেলার কথা??? আরে ওই যে অনন্তার স্প্রে নিয়েআমার রুম রঙ করে দিয়েছিলি। স্কুলটাকেও রেহাই দিস নি তোরা… এখনো স্কুলের স্কুলের দেয়ালে না লেখা আসে তোদের।
সৌরভ মনে আছে ক্লাস নাইনের বার্ষিক পরীক্ষার পর প্রতিদিন বিকালে আমরা যখন স্কুলের পুকুরের ঘাটে বসতাম… জানিস আমি এখনো সেখানে যাই… একা একা বসে সেই সৃতিই মনে করি।
হিমেল ” কাকে যেন ভালোবেসে আঘাত পেয়েছে শেষে ” সালা এই পর্যন্ত কতটা প্রেম করেছিস তার হিসাব তুই না রাখলেও আমার কাছে কিন্তু ঠিকই আছে…
তানভীর তোর মনে হয় আমাদের কনফারেন্সে যওগ দেয়ার কথা ছিল। দিয়েছিলি ???
ভালো থাকিস তোরা সব্বাই…ফাগুন, মন্টি, তুর্য, পুজা, আরপিতা ( আমি কিন্তু এখনো তোমাকে আরপিতাই বলি :p ) , দি, পরী, সবাইকে মিস করি অনেক…
আমি একলা পথের একলা পথিক… একলাই চলছি…